নেত্রকোণা জেলার সীমান্তবর্তী কলমাকান্দায় গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।গত (১৯ সেপ্টেম্বর) রবিবার রাত প্রায় ৯টার দিকে উপজেলার খারনই ইউনিয়নের খারনই বিওপির সুবেদার মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে বলমাঠ এলাকা থেকে তাদের কে আটক করা হয়।
এ সময় তাদের নিকট থেকে একটি মোটরসাইকেল ও দুই বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি।যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৩ হাজার টাকা।আটককৃতরা হচ্ছে,কলমাকান্দা উপজেলা সদরের মোঃ মারুফ খান (১৮) এবং একই এলাকার প্রবীর সরকার (১৮)।নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া আজ সোমবার একই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান,গ্রেফতারকৃতরা সীমান্ত এলাকা থেকে মোটর সাইকেলযোগে আসছিল।এসময় তাদের সন্দেহ হলে মোটর সাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে তাদের আটক করে।জব্দকৃত মালামালসহ আটককৃতদের আজ সোমবার কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।