বরগুনার আমতলী উপজেলার সাবেক চেয়ারম্যান শহিদ মৃধার মালিকানাধীন একটি রোলার বরগুনা টু পুরাকাটা মহাসড়কের স্টেডিয়াম সরকারি শিশু পরিবার সংলগ্ন রাস্তায় গতো ৫-৬ দিন যাবৎ থামিয়ে রাখা হয়েছে। থামিয়ে রাখা এ রোলারটির সাথে সোমবার (২৯ নভেম্বর) রাত ৯টায় এক মটরবাইক চালক অপরদিক থেকে আসা ট্রাকের আলোয় রাস্তা ওভারটেকিং করায় প্রতিবন্ধকতা সৃষ্টির কারনে রোলারটির সাথে ধাক্কা লাগে। এতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় গুরুতর আঘাত পান মটরবাইক চালক অলিউল্লাহ। আহত ওয়ালি উল্লাহ বরগুনা সদর উপজেলার ৩নং ইউনিয়নের সাহেবর হাওলা গ্রামের মাওলানা মোঃ হারুনের ছেলে ও পৌরসভার চরকলোনী এলাকার, মাওলানা সাইদুর রহমান (সাইদ কাজী)র সম্পর্কে মেয়ে জামাতা।
প্রতক্ষ্যদর্শী ও আহতের পরিবারের সূত্রে জানা যায়, অলিউল্লাহ পৌরসভার ১নং ওয়ার্ডের চরকলোনী এলাকার শশুড়ের বাসা থেকে স্ত্রীকে নিয়ে মটরবাইক যোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন এ সময় সরকারি শিশু পরিবারের সামনে মহাসড়কের রাস্তার উপরে থামানো রোলারটির সাথে তার মোটরবাইকের ধাক্কা লাগে, এতে ছিটকে রাস্তায় পরে মাথা ও ডান চোখের উপরে গুরুতর আঘাত পান তিনি এবং সে সময় সাথে থাকা তার স্ত্রী ছিটকে রাস্তার পাশে খাদে পরে যায়। সে-সময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বরগুনা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নিহার রঞ্জন বৌদ্ধ জানান, অলিউল্লাহর মাথার উপরিভাগে ও ডান চোখের উপরের আঘাত গুরুতর। রোগীর অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরেরদিন মঙ্গলবার তাকে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।
কে বা কারা নেবে এ সড়ক দুর্ঘটনার দায়ভার ভুক্তভোগী পাবে কি ক্ষতিপূরন কিংবা ন্যায় বিচার স্থানীয় সর্বস্তরের যানবাহন চালকেরা দ্রুত এ রোলারটি অপসারনের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।