শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ ঘোষণাসহ ৮ দফা বাস্তবায়নের দাবিতে স্বাধীনতা শিক্ষক কর্মচারি ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে নেত্রকোনা পৌরসভা অফিস সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে ঐতিহাসিক মুজিববর্ষে শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ, আসন্ন ঈদের পূর্বে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সরকারি অনুরুপ বাড়ি ভাড়াও চিকিৎসা ভাতা প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং করোনাকালিন সময়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য আর্থিক প্রণোদনাসহ ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক কর্মচারি ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারি ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহাজাহান আলম সাজু স্বাধীনতা শিক্ষক কর্মচারি ফেডারেশনের জেলা কমিটির আহ্বায়ক একেএম ওবায়দুল্লাহ এবং নেত্রকোনার কলেজ শিক্ষক নেতা আব্দুল কাইয়ূম রোকন। পরে তারা প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের জন্য জেলা প্রশাসকের নিকট এ সংক্রান্ত স্মারকলিপি হস্তান্তর করেন।