রংপুরে এক নারীকে অপহরন ও ধর্ষনের দায়ে ২জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। ২৮জুলাই বৃহস্পতিবার রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিজ্ঞ বিচারক মোস্তফা কামাল আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।
মামলার বিবরনে জানা গেছে, ২০০২ সালের ১৪মে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৬নং মির্জাপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের এক কিশোরী একই গ্রামে তার বড় বোনের বাড়িতে বেড়াতে যায়। ওই রাত ৮টার দিকে কিশোরী মেয়েটি বাড়ির পার্শ্বেই টিউবওয়েল থেকে পানি আনতে গেলে আসামী রফিকুল ইসলাম ও শাহ আলম কিশোরী মেয়েটিকে জোরপুর্বক অপহরন করে বাড়ির অদুরে একটি ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়।
এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেন। পুলিশ মামলা তদন্ত শেষে ওই বছরের ৩০ জুন আসামী রফিকুল ইসলাম ও শাহ আলম এর বিরুদ্ধে আদালতে চার্জসীট দাখিল করে।
মামলায় সাক্ষীদের সাক্ষ্য ও জেরা শেষে বিজ্ঞ বিচারক আসামী রফিকুল ইসলাম ও শাহ আলমকে দোষী সাব্যস্ত করে অপহরণের অভিযোগে যাজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডের আদেশ এবং ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। উভয় দন্ডই এক সাথে পালন করার আদেশ দেন আদালত।