রংপুরের মিঠাপুকুরে গতকাল ৩১জুলাই দুপুর ১২টার দিকে ভেঙ্গে পড়া বিদ্যুতের খুটির তারে জড়িয়ে লাল মিয়া নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।ঘটনাটি ঘটেছে মিঠাপুকুর উপজেলার সদর দুর্গাপুর ইউনিয়নের খামার হরিপুর গ্রামে।এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়,মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খামার হরিপুর গ্রামের মাঠে কাজ করার জন্য কৃষক লাল মিয়া যাওয়ার কালে জনৈক হাজী এমদা মিয়ার পুকুরের পাশে পড়ে থাকা ভেঙ্গে পড়া বিদ্যুতের খুটির তারে অজ্ঞাতসারে জড়িয়ে পড়ে কৃষক লাল মিয়া।
ওই ভেঙ্গে পড়া বিদ্যুতের খুটির তারে বিদ্যুৎ সংযোগ থাকায় কৃষক লাল মিয়া মারাত্নকভাবে পুড়ে গিয়ে গুরুত্বর আহত হন।তাকে এলাকাবাসী উদ্ধার করে সংগে সংগে মিঠাপুকুর সরকারী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।উল্লেখ্য যে,বিদ্যুতের খুটির মাথা ভেঙ্গে পড়ার সংবাদ শঠিবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অফিসে এলাকাবাসী হাজী এমদা মিয়াসহ অনেকে জানিয়েছিল।কিন্তু শঠিবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ কোন ব্যাবস্থা না নেওয়ায় ১টি ছাগল ও কৃষক লাল মিয়া দুর্ঘটনার শিকার হন।
এ ব্যাপারে শঠিবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম হরেন্দ্রনাথ জানান,বিষয়টি তার জানা ছিল না।এই মাত্র কিছুক্ষন আগে তিনি জেনেছেন।এব্যাপারে তদন্ত করে দেখবেন বলে জানান।