রংপুরের মিঠাপুকুর থানা পুলিশ শনিবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে ইয়াবা ও হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।এসময় তার শরীর তল্লাশী করে ৪২ পিস ইয়াবা ও ০৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করে পুলিশ।
রংপুর জেলা পুলিশের ডি-সার্কেল সিনিয়র এএসপি কামরুজ্জামান জানান,শনিবার (১১ই সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের জুম্মা বালাপাড়া গ্রামে পূর্ণবাবু চন্দ্র-র বাড়ির পূর্বপাশে গ্রামের কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে মেহেদী হাসান (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।সে জুম্মাবালা পাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।