রংপুরের মিঠাপুকুরে বিজ্ঞ আদালতের ১৪৪ধারার নির্দেশ অমান্য করে লাঠি ছোরার মুখে জমি রোপন করা হয়েছে।ঘটনাটি ঘটেছে ১১আগষ্ট সকাল ১০টার দিকে মিঠাপুকুর উপজেলার ৫নং বালারহাট ইউনিয়নের খোর্দ্দ শেরপুর গ্রামে।এসময় লাঠি-ছোরা বেকি বলরাম রামদা কুড়াল হাতে ৫০/৬০জন বহিরাগত দলের জমি রোপনের দৃশ্য দেখে এলাকাবাসী ভীত-সন্ত্রস্থ হয়ে পড়েন।
এলাকাবাসী ও অভিযোগ সুত্রে জানা যায়,মিঠাপুকুর উপজেলার ৫নং বালারহাট ইউনিয়নের খোর্দ্দ শেরপুর গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে কাইয়ুম মিয়া ও রেজাউল করিম দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ বাধলে উভয় পক্ষই বিজ্ঞ আদালতে ১৪৪ধারায় মামলা করেন।বিজ্ঞ আদালত থানার মাধ্যমে উভয়পক্ষকে নালিশী জমিতে আইন-শৃংখলা বজায় রাখার নির্দেশ দেন।
এমতাবস্থায় ১১আগষ্ট সকাল ১০টার দিকে কাইয়ুম মিয়া ৫০/৬০জন বহিরাগত ভাড়াটিয়া নিয়ে লাঠি-ছোরা বেকি বলরাম রামদা কুড়াল হাতে বিরোধীয় জমিতে রোপা চারা রোপন করেন।এলাকাবাসী আতিয়ার রহমান,সৈয়দ আলী ও হাদিয়া জামান জানান,উভয়পক্ষ ভাই।তাদের জমি নিয়া বিরোধ নিষ্পত্তির জন্য এলাকাবাসী বহুবার চেষ্টা করে কিন্তু নিষ্পত্তি হয় নাই।
১১আগষ্ট সকাল ১০টার দিকে কাইয়ুম তার ভাড়াটিয়া বহিরাগত লোকজন নিয়ে লাঠি-ছোরার মুখে জমি রোপন করেন।এসময় এলাকাবাসী ভীত সন্ত্রস্থ হয় এবং তাদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।