বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র,আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং তাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।শনিবার (২১ আগস্ট) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মুখে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে সমাবেশ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।এসময় সমাবেশ বক্তারা দাবি তোলেন,বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং বরিশাল জেলা ও মহানগরীর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
একই সঙ্গে পুরো বিষয়টির একটি স্বচ্ছ তদন্ত সাপেক্ষে আসল ঘটনা সামনে আনতে হবে।অন্যথায় দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।সমাবেশে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন,ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সিফাত,সৈয়দ রুম্মান,রিয়াজ উদ্দিন,সৈয়দ জিসান আহমেদ ও রাজিন তাহমিদসহ অনেকে।