মুন্সীগঞ্জে ২ কেজি গাঁজাসহ রাতুল হাসান (২০) নামে একজন মাদক কারবারি কে আটক করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। রবিবার ( ৯ ই জানুয়ারি) বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাঠপট্টি থেকে তাকে আটক করা হয়। আটক রাতুল হাসান মুন্সীগঞ্জ সদর থানার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকার মৃত খোকন মিয়ার ছেলে।
তথ্য সুত্রে জানা যায়, রবিবার বিকাল ৪ টার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালন করে মুন্সীগঞ্জ সদর থানার পঞ্চসার ইউনিয়নের পুরানো লঞ্চঘাটের কাঠপট্টি হাজী আঃ হক ট্রেডার্স নামক ভুট্টার মিলের সামনে থেকে মাদক ব্যবসয়ী রাতুল হাসানকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। উল্লেখ্য, আটক রাতুল হাসানের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।