1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
মুন্সীগঞ্জে ধর্ষনের শিকার স্কুলছাত্রীর সন্তান প্রসব,স্বীকৃতি না থাকায় শিশু বিক্রয়ের চেষ্টা
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মুন্সীগঞ্জে ধর্ষনের শিকার স্কুলছাত্রীর সন্তান প্রসব,স্বীকৃতি না থাকায় শিশু বিক্রয়ের চেষ্টা

আবু সাঈদ দেওয়ান সৌরভ :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮৮ বার পড়েছে
মুন্সীগঞ্জে ধর্ষনের শিকার স্কুলছাত্রীর সন্তান প্রসব,স্বীকৃতি না থাকায় শিশু বিক্রয়ের চেষ্টা

মুন্সীগঞ্জে ধর্ষণের শিকার অষ্টম শ্রেণীর এক ছাত্রী পুত্র সন্তান প্রসব করেছে।গত ৬ সেপ্টেম্বর ওই ছাত্রী সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুত্র সন্তান প্রসব করে।সন্তানের স্বীকৃতি না থাকায় ওই ছাত্রীর মা প্রসবের পরপরই পুত্র সন্তানটিকে বিক্রির চেষ্টা করে ছাত্রীর মা এমন অভিযোগ রয়েছে।

স্থানীয়দের তথ্য সুত্রে জানা যায়,শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের পানিয়া গ্রামের সেলিম মল্লিকের পুত্র নওপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মাহিম মল্লিক প্রায় ৯ মাস আগে প্রতিবেশী অষ্টম শ্রেণীর এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে।পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে।

এক পর্যায়ে ওই ছাত্রী সন্তানসম্ভবা হয়ে পড়লে মাহিমের পরিবারের চাপে ওই ছাত্রীর মা ঘরোয়াভাবে বিষয়টি ধামাচাপা দিয়ে তার মেয়ের গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টা করে।কিন্তু পিতৃহীন ওই ছাত্রী গর্ভপাতে রাজি না হওয়ায় তা ব্যর্থ হয়।গত ৬ সেপ্টেম্বর ওই ছাত্রী পুত্র সন্তান প্রসব করে।ঘটনাটি এলাকায় জানাজানি হলে মাহিমের পরিবারের চাপে ওই ছাত্রী ও তার মা আত্মগোপন করে।

ওই ছাত্রীর ফুপা মোঃ ধলু মিয়া জানান,কিশোরীর মায়ের ভুলে এমন হয়েছে।তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বলেছিলাম।কিন্তু তাতে তারা রাজি হয়নি।তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির জানান,ভুক্তভোগী কিশোরীর মা আমাকে ঘটনার বিস্তারিত জানিয়েছে।আমি তাদেরকে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছি।

এ বিষয়ে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মোঃ তাইফুল হক জানান,সন্তান প্রসব করানোর জন্য রোগীর স্বজনরা বাড়িতে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখানে নিয়ে আসে।প্রসূতির মূমুর্ষু অবস্থা দেখে মানবিক কারণ বিবেচনা করে তাকে চিকিৎসা সহায়তা প্রদান করে স্বাভাবিক প্রসব করানো হয়।

পুত্র সন্তান জন্মের পরে শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে শিশুটিকে ঢাকায় রেফার্ড করা হয়।এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা জানান,এই ঘটনায় কেউ কোন অভিযোগ দায়ের করা হয়নি।অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD