মুন্সীগঞ্জে ট্রলার ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে হামলায় আলিম সরকার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার (২২জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের চর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৫ জন হয়েছে।
নিহতের ভাগিনা নিজাম বেপারীর জানান, আমার ছোট ভাই মহিউদ্দিন ব্যাপারি দিঘিরপার বাজার থেকে চরপাড়া এলাকা পর্যন্ত ভাড়ায় ট্রলার চালায়।দিঘিরপার বাজার থেকে চর বেহের পাড়া এলাকায় আসতে ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগে।রিজার্ব নিয়ে আসলে কমপক্ষে ৫০০ টাকা দেওয়ার কথা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ইউপি সদস্য রিয়াদুল ইসলাম হাকিম মহিউদ্দিনের ট্রলারে বসেন।
সে সময় তিনি মহিউদ্দিনকে যাত্রী না নিয়ে ট্রলার চালাতে বলেন।এলাকায় এসে আমার ভাইকে ১০০ টাকা ভাড়া দেয়। আরো ভাড়া দাবি করল মহিউদ্দিনকে চড়, থাপ্পড়, কিল ঘুষি মারেন ইউপি সদস্য রিয়াদুল হাকিম। বাড়িতে এসে বিষয়টি আমাদের ও আমার মামা আলীম সরকারকে জানায় মহিউদ্দিন।
আমার মামা এ ঘটনার বিচার চেয়ে চিল্লাপাল্লা করেন।এতে ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য রিয়াদুল ইসলাম হাকিম সাড়ে ১২ টার সময় লোকজন নিয়ে বেহেরপাড়া এসে হামলা চালালে ঘটনাস্থলেই আলিম সরকার (৬০) নিহত হয়। এছাড়াও আরো ৫ জন আহত হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক ( তদন্ত) মাে. রাজিব খান বলেন, এ ঘটনার পর থেকে ইউপি সদস্য পলাতক রয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবু বক্কর সিদ্দিক জানান, এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।আইন অনুযায়ী পরবর্তী বব্যস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, আহতরা হলো নিজাম বেপারী (৩৫), মোঃ হৃদয় (১৭),জগতারা (৪০),সুমি (২৫),ও হালিমন (৬০)।তাদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতের মধ্যে নিহত আলিম সরকারের স্ত্রী ও কন্যা রযেছে।