মুন্সীগঞ্জে ওভারব্রিজের নিচে সায়েলা (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছে।গতকাল ১৬ ই অক্টোবর শনিবার বিকালে শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় এ ঘটনা।পরে শ্রীনগর উপজেলার ইউএনও এর দ্রুত ব্যবস্থাপনায় শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগীতায় নবজাতক ও প্রসূতি মাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তথ্য সুত্রে জানা যায়,ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় স্থানীয় লোকজন ওভারব্রিজের নিচে মানসিক ভারসাম্যহীন সায়েলা ও সদ্য ভূমিষ্ট কন্যা সন্তানকে দেখে স্থানীয় লোকজন প্রশাসনকে খবর দেয়।পরে শ্রীনগর উপজেলার ইউএনও প্রণব কুমার ঘোষ এর দ্রুত ব্যবস্থাপনায় সদ্য নবজাতক শিশু ও মানসিক ভারসাম্যহীন প্রসূতি সায়েলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ইউএনও প্রণব কুমার ঘোষ জানান,শিশুটি ও তার মা সুস্থ্য আছে।কন্যা শিশুটির নাম রাখা হয়েছে প্রিয়ন্তি।তিনি আরো জানান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক ও সমাজসেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরীর তত্বাবধানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে মা ও নবজাতককে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য,মানসিক ভারসাম্যহীন সায়েলার বাড়ি সিলেটে।তার সঠিক পরিচয় জানার চেষ্টা চলছে।