1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতায় অটোচালককে পিটিয়ে হত্যা,পদ্মাসেতুর ১০কর্মী আটক
বাংলাদেশ । শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতায় অটোচালককে পিটিয়ে হত্যা,পদ্মাসেতুর ১০কর্মী আটক

আবু সাঈদ দেওয়ান সৌরভ :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৬১২ বার পড়েছে
মুন্সীগঞ্জে পূর্ব শত্রুতায় অটোচালককে পিটিয়ে হত্যা,পদ্মাসেতুর ১০কর্মী আটক

মুন্সীগঞ্জে মোঃ জুলহাস হাওলাদার (৩৫) নামে এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৭ আগষ্ট) বিকাল পর্যন্ত এ ঘটনায় জড়িত থাকার অপরাধে তাদের আটক করা হয়।শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে লৌহজং উপজেলার পদ্মা সেতু সংলগ্ন মাওয়া চার রাস্তা এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্য সূত্রে জানা যায়,শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে পদ্মা সেতুর কাজে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা চুরির অভিযোগে জুলহাসকে রড দিয়ে পেটায়।পরে জুলহাসের স্বজনদের খবর দেওয়া হলে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আটক ব্যক্তি পুলিশি জিজ্ঞাসাবাদে জানান,জুলহাসকে চোর সন্দেহে তারা পিটিয়েছে।নিহতের স্বজনদের দাবি,পূর্ব শত্রুতার জের ধরে জুলহাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. রেজাউল হক জানান,সকাল ৯ টার দিকে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।পরবর্তীতে পুলিশকে ঘটনাটি জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসাইন জানান,এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে।এরা সবাই পদ্মাসেতুর নিরাপত্তাকর্মী।অতিরিক্ত পুলিশ সুপার ( লৌহজং-শ্রীনগর সার্কেল) মোঃ আসাদুজ্জামান জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদ আটক ব্যক্তিরা সবাই হত্যাকান্ডের সাথে জড়িত বলে স্বীকার করেছে।আইন অনুযায়ী পরর্বতী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য,নিহত জুলহাস হাওলাদার উপজেলার কুমারভোগ পুর্নবাসনের মৃত হাসান হাওলাদারের ছেলে।অপরদিকে অভিযুক্তরা হলেন,হলেন,মোঃ সেলিম,মোঃ রাব্বি,তপু মিয়া,আল-আমিন হোসেন,আরিফ হোসেন,আব্দুল মান্নান,ইসরাফিলসহ ১০ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD