প্রেমিকাকে গলা কেটে হত্যা মামলার পলাতক আসামী সাজিদ রাসেল (৩৫)কে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাজিদ রাসেল মিঠাপুকুর উপজেলার ৬নং কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর সাতভেন্টি গ্রামের হাবিবুর রহমানের পুত্র। জানা যায়, রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৪নং দুর্গাপুর ইউনিয়নের চিথলী দক্ষিণপাড়া গ্রামের আব্দুল জলিল এর কন্যা তানজিনা বেগম (১৯) ও একই উপজেলার ৬নং কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর সাতভেন্টি গ্রামের হাবিবুর রহমানের পুত্র সাজিদ রাসেল(৩৫) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা এলাকায় বসবাস করতো।
এরই একপর্যায়ে তানজিনা বেগম এর সাথে সাজিদ রাসেল প্রেম সম্পর্ক গড়ে তার কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে গলা কেটে হত্যা করে। এব্যাপারে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় মামলা নং ১৯, তারিখ ০৫/০৪/২০২১, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হলে অভিযুক্ত সাজিদ রাসেল পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল ২২ফেব্রুয়ারী পলাতক সাজিদ রাসেল মিঠাপুকুর উপজেলার ৬নং কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর সাতভেন্টি গ্রামের নিজ বাড়ীতে আসলে গোপন সুত্রের খবরে মিঠাপুকুর থানার এএসআই নুর আলম তাকে গ্রেফতার করেন। বর্তমানে তানজিনা বেগম হত্যা মামলাটি পিবিআই এর তদন্তাধীন আছে।