হবিগঞ্জের মাধবপুরে পুকুর থেকে একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার বহরা ইউনিয়নের হাসিনাবাদ গ্রামের আজিজুল ইসলামের পুকুর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, শনিবার দুপুরে হাসিনাবাদ গ্রামের লোকজন পুকুরে গোসল করতে নামে। হঠ্যৎ করে লোহা জাতীয় শক্ত গোলাকার একটি বস্তু একজনের পায়ে লাগে। পরে এটি তোলা হলে স্থানীয় লোকজন এটিকে গ্রেনেড বলে সন্দেহ করে।
কাসিমনগর ফাঁড়ির এসআই আব্দুল কাদির জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে পানি ভর্তি বালতির মধ্যে রাখা হয়েছে। এটি খুবই পুরাতন তবে এটি সক্রিয় কিনা বিশেষজ্ঞ ছাড়া বলা যাচ্ছেনা। তবে স্থানীয় লোকজনের ধারনা এটি স্বাধীনতা যুদ্ধের সময় পুকুরে পড়েছিল। মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, গ্রেনেডটি পরীক্ষা নিরীক্ষা করতে বিস্ফোরক বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে।