টাংগাইলের বাসাইল উপজেলার কলিয়া প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেনের সামনে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুড়ে গেছে পুরো সিএনজিটি। কিন্তুু অল্পের জন্য প্রাণে বেঁচে যায় সিএনজিতে থাকা পাঁচজন যাত্রী।
জানা যায়,আজ ১২জুলাই সকাল ১১টার দিকে কালিহাতীর রতনগঞ্জ থেকে পাঁচ জন যাত্রী নিয়ে আসা সিএনজিটি (টাংগাইল থ-১১২৯৬১) বাসাইলের পৌরএলাকা কলিয়া প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেনের সামনে আসলে হঠাৎ-ই এটির গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে পুরো সিএনজিতেই আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনার আগেই পুড়ে যায় পুরো সিএনজিটি।তবে সৌভাগ্যবশঃত বেঁচে যায় সিএনজিতে থাকা পাঁচজন যাত্রী ও চালক।
সিএনজিটির চালক তৈবুল ইসলাম বলেন, পাঁচজন যাত্রী এখানেই নামার কথা বলে রতনগঞ্জ থেকে নিয়ে আসি। কেবলই তাদের নামিয়ে দিয়ে ভাড়া নিচ্ছি, অমনি কিছু বুঝে উঠার আগেই বিকট শব্দ হয়ে পুরো গাড়িতেই আগুন লেগে যায়। মহান আল্লাহ বাঁচানোর মালিক ভাই, তাই বেঁচে গেছি।
তিনি আরও বলেন,গ্যাস সিলিন্ডার নিক (ছিদ্র) হয়ে এমন হয়েছে হয়তো।
সিএনজিতে থাকা যাত্রী বিপ্লব হোসেন বলেন, আমরা মাত্রই নেমে ভাড়া পরিশোধ করতেছি হঠাৎ-ই বিকট একটা শব্দ হয় এবং আগুন ধরে যায় পুরো গাড়িতে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।