বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আগামী রবিবার (২২ আগস্ট) থেকে খোলা মাঠেই সশরীরে ক্লাস নিবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম।গত বুধবার (১৮ আগস্ট) রাত ৮টায় নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেই এ ঘোষণা দেন তিনি।
ফেসবুক স্টাটাসে তিনি লিখেন,আগামী রবিবার থেকে সশরীরে উপস্থিত হয়ে ক্লাস নেবো।দীর্ঘ প্রায় ১৮ মাস থেকে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ।অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার বাস্তবতা অনেক শিক্ষার্থীরই নেই।ছেলেমেয়েদের শিক্ষাজীবন বিলম্বিত হচ্ছে,বিঘ্নিত হচ্ছে,কর্মজীবনে প্রবেশ বিলম্বিত হচ্ছে।
এরকম আরো অসংখ্য কারণ আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার।সব খোলা থাকলে শিক্ষা প্রতিষ্ঠান কেনো বন্ধ থাকবে?তিনি আরো লিখেন,আমাদের নির্ধারিত দিন-তারিখ অনুযায়ী আগামী রবিবার সকাল ১১টায় বিভাগে উপস্থিত থাকবো।এবং স্বাস্থ্যবিধি মেনেই সশরীরে ক্লাস নেবো।
ক্লাসরুম খোলা না পেলেও এই সবুজ ক্যাম্পাসে ক্লাসের জায়গা আমরা ঠিকই বের করে নেবো।আমার শিক্ষার্থীদের মধ্যে যাদের পাহাড়ের পাদদেশে কিংবা ধানক্ষেতের মাঝখানে জেগে উঠা বিচ্ছিন্ন দ্বীপে বসে করা আগের ক্লাসগুলোর অভিজ্ঞতা আছে তাদের জন্য অবশ্য এটা নতুন কিছু নয়।
এ বিষয়টি নিয়ে দৈনিক কালজয়ীকে তিনি বলেন,পৃথিবী থেকে সহজে করোনা যাবে না।এটি মেনে নিয়েই আমাদেরকে আগাতে হবে।প্রশাসন এক মাস-দুই মাস করে করে শুধু সময় পার করছে।এভাবে চলতে থাকলে বাংলাদেশের শিক্ষাখাত অনেকাংশে পিছিয়ে যাবে।
তাই,সবকিছু বন্ধ থাকলেও আগামী রবিবার থেকে খোলা মাঠেই ক্লাস নিবো।এমনকি বৃষ্টি হলেও এ ক্লাসের বিঘ্ন ঘটবে না।এতে চবির যেকোনো শিক্ষার্থী অংশ নিতে পারবে।