কুমিল্লা নাঙ্গলকোটে কোরবানি ঈদের দিন সন্ধ্যা থেকে এক টানা ১৪ ঘন্টার বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকতে দেখা গেছে। এতে স্থানীয় জনগণের ফ্রিজে রাখা কোরবানি পশুর মাংস নষ্ট হবার অভিযোগ পাওয়া গেছে। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারনে একদিকে ফ্রিজে রাখা কোরবানি পশুর মাংস অপরদিকে অতিরিক্ত তাপমাত্রা থাকায় চরম ভোগান্তির শিকার হয়েছিলেন জনসাধারণরা।
এতে আরও ক্ষতির সম্মুখীন হতে হয়েছে একই এলাকার পোল্ট্রি খামার গুলোকে। রাতে বিদ্যুৎ সরবরাহে বিগ্ন ঘাটলে উৎপাদনে ঘাটতি দেখা দেয় বলে জানিয়েছেন স্থানীয় খমারিরা। বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারনে এমনটি হয়েছে বলে দাবী করেন এলাকাবাসী সহ পোল্ট্রি খামারিরা।
পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ এর অনুকূলে নাঙ্গলকোট এলাকায় আসা বিদ্যুৎ সংযোগের ফেনী আন্ডারগ্রাউন্ডে মেইন লাইনের ক্যাবল পুড়ে যাওয়ার কারনে এমনটি ঘটেছে । এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর ডিজিএম এর মুঠো ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।