আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ডিন কাউন্সিলের আহব্বায়ক ড. এ. কে ফজলুল হক ভূঁইয়া জানান,গতকাল ডিন কাউন্সিলের মিটিংয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে একসাথে সব হল খোলার সিদ্ধান্ত গৃহিত হয় নি।পর্যায়ক্রমে সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে গত ৬ জুন বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ ও মাষ্টার্সের শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে স্বশরীরে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।কিন্তু হঠাৎ করোনার প্রকোপ বেড়ে গেলে করোনা মোকাবেলায় গঠিত বিশ্ববিদ্যালয় ‘টাস্কফোর্স’ সকল পরীক্ষা স্থগিত রাখার সুপারিশ করায় সকল পরীক্ষা স্থগিত ছিল।
ড. এ কে এম জাকির হোসেন বলেন,বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে।পরীক্ষায় অংশগ্রহণকারীদের হলে থেকেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।এসব কারণেই আগামী ২৪ সেপ্টেম্বর শুধুমাত্র চতুর্থ বর্ষের ছাত্র-ছাত্রীদের জন্য হল খুলে দেওয়া হবে।তাই ২৪ সেপ্টেম্বর চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা হলে উঠবে।
প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আগামী ৩ অক্টোবর হল খুলে দেওয়া হবে।অন্যদের আগামী ১৭ অক্টোবর থেকে সেমিষ্টার ফাইনাল শুরু হবে।তাছাড়া যে সকল বর্ষের ব্যবহারিক ক্লাস ও ক্লাস টেস্টগুলো এখনো শেষ হয়নি তাদের ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবরের মধ্যে সেগুলো শেষ করতে হবে।