ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীর আমড়াগাছিয়ায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছে,আহত ১০ জন।এঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।শনিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার আমড়াগাছিয়া ফিলিং স্টেশন এলাকায় এই দূর্ঘটনা ঘটে।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম দৈনিক কালজয়ীকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,সেন্টমার্টিন সেবা পরিবহন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে পর্যটনকেন্দ্র কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিলেন।কুয়াকাটা থেকে আসা গোল্ডেন লাইন পরিবহন যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল।এসময় আমতলীর আমড়াগাছিয়া এলাকায় বাসদুটির মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় ঘটনাস্থলেই এক নারী নিহত হয়।
আলতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম দৈনিক কালজয়ীকে জানান,খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে এক শিশু মারা যায়।নিহত দু’জনই সেন্টমার্টিন সেবা পরিবহনের যাত্রী বলে ধারনা করছে পুলিশ।তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।এ ঘটনায় বাস চালকদের আটক করতে পারেনি পুলিশ।