খুলনা-৬(পাইকগাছা-কয়রা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য,বাংলাদেশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃআক্তারুজ্জামান বাবু বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর সার্বক্ষণিক রাজনৈতিক সহযোদ্ধা। রবিবার (৮আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার পাইকগাছায় বঙ্গবন্ধু অক্সিজেন, ফুড ও মেডিসিন ব্যাংকের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বকতৃতায় এ কথা বলেন তিনি।
এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির দীর্ঘ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে শুধু বাঙালির জাতির পিতা আর বাংলাদেশের স্রষ্টাই হননি, তিনি হয়ে উঠেছিলেন বিশ্ববরেণ্য রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক। আর এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাঁরই সহধর্মিণী ও বাঙালির মুক্তিসংগ্রামের সহযোদ্ধা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। ফজিলাতুন্নেছা মুজিবের সঙ্গে বিশ্বের আরেক খ্যাতিমান নারী এলিনর রুজেভেল্টের অনেক সাদৃশ্য রয়েছে বলে উল্লেখ করেন এমপি বাবু।
তিনি বলেন, এলিনর রুজেভেল্ট যুক্তরাষ্ট্রের চারবার নির্বাচিত ও দীর্ঘকালীন সময়ের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এর স্ত্রী। তিনি বলেন, বেগম মুজিব আর এলিনর রুজেভেল্ট দুজনেই শৈশবে তাঁদের বাবা-মা হারিয়েছিলেন, দুজনেই তাঁদের চাচাতো ভাইকে বিয়ে করেছিলেন আর দুজনেই তাঁদের স্বামীর রাজনীতিতে অসামান্য ভূমিকা রেখেছিলেন। এমপি আক্তারুজ্জামান বাবু আরো বলেন, তাঁদের দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব একটা রাষ্ট্রের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে প্রত্যক্ষ অবদান রেখেছিলেন আর এলিনর রুজেভেল্টের ক্ষেত্রে তা হয়নি। পরিশেষে এমপি বাবু বলেন, বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক, অর্থাৎ ৭ মার্চের ভাষণের আগমুহূর্তে বঙ্গমাতাই জাতির পিতাকে চুড়ান্ত অনুপ্রেরণা জুগিয়েছিলেন। জাতির পিতার আমৃত্যু সঙ্গী মহীয়সী নারী, দেশের স্বাধীনতাসহ সব গৌরব অর্জনের নেপথ্য প্রেরণাদাত্রী বঙ্গমাতা মুজিব।
পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও প্রভাষক মাইনুল ইসলামের পরিচালনয় পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মহতি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সমীরন সাধু, ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু,যুবলীগের এম এম আজিজুল হাকিম, প্রভাষক মশিউর রহমান, মোঃআকরামুল ইসলাম, ছাত্রলীগের পার্থ প্রতীম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি প্রমুখ।