বগুড়ার নন্দীগ্রামে মারধর ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মোহাম্মদ আজিজুল হক (২৩) নামের একজন কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ।আজ (৩০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২ ঘটিকায় উপজেলার রনবাঘা সোনার পুকুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আসামী মৃত মোঃ আফজাল হোসেনের পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়,গত কাল (২৯ সেপ্টেম্বর) বুধবার সকলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে একই গ্রামের আজিজুল হকের স্ত্রী শামিমা আক্তার (২৩)।এ ঘটনায় বাদি হয়ে শামীমা আক্তারের পিতা মোঃ সাহেব আলী মারপিট ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে ৪ জনের নাম উল্লেখ করে একটি নিয়মিত মামলা করেন।
স্থানীয় সুত্রে জানা যায়,একটি সন্তানকে দত্তক নেবার ঘটনাকে কেন্দ্র করে তাদের দুই পরিবারের মাঝে দ্বন্দ্ব চলছিল কিছুদিন ধরে।এরই জেরে আত্মহত্যা করে শামীমা আক্তার।নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।