বাংলাদেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদ জানিয়ে খোলা মাঠে ক্লাস নেয়ার ঘোষণাকৃত ক্লাস প্রত্যাহার করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ব বিভাগের সেই সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম।রবিবার (২২ আগস্ট) দুপুর ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে এসে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তিনি ক্যাম্পাস পরিত্যাগ করেন।
তিনি বলেন,বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে শিক্ষার্থীদের ক্লাস না করাতে নির্দেশনা দিয়েছে।প্রশাসন বিভিন্ন দপ্তরে বেশ কিছু চিঠিপত্রও পাঠিয়েছে,যাতে আমি তাদের ক্লাস না নেই।তাই,সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার প্রতীকী ক্লাস নেয়া প্রত্যাহার করছি।
তিনি আরো বলেন,মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যেরকম সিদ্ধান্ত নিচ্ছে,সেটিকে আমার সম্পূর্ণ অযৌক্তিকই মনে হয়েছে।সবকিছুই স্বাভাবিক,শুধু শিক্ষাপ্রতিষ্ঠানই বন্ধ।কিন্তু কেনো? অবিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান করছি।
গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) মাইদুল ইসলাম তার ব্যাক্তিগত ফেসবুক আইডিতে সশরীরে খোলা মাঠেই ক্লাস নেয়ার ঘোষণা দিলে,পূর্বঘোষণা অনুযায়ী প্রতীকী ক্লাস করতে প্রায় ২০-২৫ জন শিক্ষার্থী যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে এসে জড়িত হয়।এরপরই শিক্ষক মাইদুল ইসলাম সেসকল শিক্ষার্থীদের শুনায় তার প্রতীকী ক্লাস প্রত্যাহারের ঘোষণা।
উল্লেখ্য যে,ইতোপূর্বে গত সোমবার (১৬ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন গাছতলায় বসে শিক্ষার্থীদের প্রতীকী ক্লাস নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের তীব্র প্রতিবাদ জানান।