পীরগঞ্জের মাঝিপাড়া হিন্দু পল্লীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে ২৩ অক্টোবর শনিবার বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখা ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে রংপুরের মিঠাপুকরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্তের সভাপতিত্বে এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জগদীশ রায় এর সঞ্চালনায় কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সিপিবি সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন খোকা, জাসদের সভাপতি সালেক হাসনাত বুলবুল, আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক সনজিৎ কুমার মহন্ত ও বেনুবন বৌদ্ধ বিহারের পুরোহিত শুভ মিত্র ভিক্ষু প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে সাম্প্রদায়ীক সন্ত্রাস সৃষ্টিকারীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সভা শেষে রংপুর-বগুড়া মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।