চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা শুরুর আগে দেয়ালে “পরীক্ষা কমিটির বহিষ্কার চাই” লিখে ক্ষোভ প্রকাশ করলে উল্টো সে শিক্ষার্থীকেই বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৭ অক্টোবর) বি ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ৫৩৪ নাম্বার কক্ষে এ ঘটনা ঘটে।
জানা যায়, বি ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা হলে ৯ টা ৪৫ মিনিটে প্রবেশের কথা উল্লেখ থাকলেও পরীক্ষা শুরু হয় বেলা ১১টায়। প্রায় ১ ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে প্রত্যেক ভর্তিচ্ছুকেই। কিন্তু এতো সময় অপেক্ষা করতে হওয়ায় উত্তরপত্র পাওয়ার পরপরই সাভার থেকে আগত মেহেদি হাসান নামের এক শিক্ষার্থী হলের দেয়ালে ‘’পরীক্ষা কমিটির বহিষ্কার চাই” লিখে তার ক্ষোভ প্রকাশ করেন। যার কারণে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘একটি ছেলে পরীক্ষার আগে রুমের দেয়ালে লিখতে শুরু করে। সে নিয়ম জানে না। অথচ, তাকে জিজ্ঞেস করলে সে বলে, মত প্রকাশ করেছে। অতঃপর, আমরা তাকে প্রক্টর অফিসে নিয়ে এসেছি। তাকে পরীক্ষা দিতে দেয়া হয়নি।’