পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর ২০২১) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পিছনে এ ঘটনা ঘটে।
১ম বর্ষের ফাইনাল পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে নিজের মোবাইল ফোন ভেঙ্গে সেই কাচ দিয়ে হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে সে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া দৈনিক কালজয়ীকে বলেন, এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পিছনে পড়ে থাকা অবস্থায় খবর পেয়ে আমরা প্রক্টরিয়ালবডি এম্বুলেন্স নিয়ে দ্রুত সেখানে যাই। দেখি তার পাশে রক্তমাখা দুইটি মোবাইল ফোন পড়ে আছে এবং তার হাতে জখমের চিহ্নও রয়েছে। ধারণা করা যায়, মোবাইল ফোনের ভাঙ্গা কাচ দিয়ে হাত কাটায় অত্যাধিক রক্তক্ষরণ হয়ে তৎক্ষনাৎ অজ্ঞান হয়ে পড়ে সে। অতঃপর আমরা তাকে উদ্ধার করে চবি মেডিক্যালে নিয়ে আসি।
চবি মেডিক্যাল সেন্টারের ডা. মুহাম্মদ আবু তৈয়ব বলেন, চিকিৎসা ও সেলাইন দেওয়ার পর তার জ্ঞান ফিরে আসে। স্বাভাবিক হওয়ার পর সেই শিক্ষার্থী জানায়, পরীক্ষায় ফার্স্টক্লাস না পাওয়ায় এই কাজ করেছে সে। তার ব্যাগে একটি মার্কশীটও পাওয়া গেছে। সেখানে তার সিজিপিএ ছিল ২.৭৭। বর্তমানে সে মুটামুটি সুস্থ আছে।