1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
নেত্রকোনায় ৬ষ্ঠ ধাপে তিন ইউনিয়নে চেয়ারম্যানসহ ১৭৯ প্রার্থী
বাংলাদেশ । শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় ৬ষ্ঠ ধাপে তিন ইউনিয়নে চেয়ারম্যানসহ ১৭৯ প্রার্থী

মোনায়েম খান:
  • প্রকাশিত: সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ৫১৭ বার পড়েছে

৬ষ্ঠ ধাপে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা ও খালিয়াজুরী উপজেলায় ৩টি ইউনিয়নে সর্ব শেষ ধাপে ৩১ জানুয়ারী সোমবার অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ২৩জন সাধারণ আসনে ১১৬জন ও সংরক্ষিত আসনে ৪০জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেছেন।

৩টি ইউনিয়নে ২৮টি ভোট কেন্দ্রে, ১৭২টি ভোট কক্ষে ভোট দেওয়া যাবে। তিন ইউনিয়নে ২৭টি ওয়ার্ডে পুরুষ ভোটার ২৪৬১৫জন ও নারী ভোটার ২৫৮৮৭জন তৃতীয় লিঙ্গের ১জন সহ ৫০৫০৩জন ভোটার তাদের ভোট দিয়ে অধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহন শুরু হবে সকাল ৮টা থেকে বিকাল ৪ টাকা পর্যন্ত। এদিকে সকল ভোটারদের ভোট কেন্দ্রে ভোটা দেওয়া নিশ্চিত করেছে জেলা নির্বাচন অফিস। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়ার লক্ষে প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবেন। এ ছাড়াও র‌্যাব ও বিজিবির টহল অব্যাহত থাকবে।

এর মধ্যে যারা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহন করেছেন। পূর্বধলা উপজেলার ধলামূলগাওঁ ও খালিয়াজুরী উপজেলার খালিয়াজুরী ইউনিয়নে চেয়ারম্যান পদে (১) খালিয়াজুরী ইউনিয়নে চেয়াম্যান পদে আওয়ামীলীগ মনোনীত গোলাম আবু ইছহাক নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার চৌধুরী (আনারস) প্রতীক, (২) মেন্দিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ লোকমান হেকিম নোকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আজহারুল ইসলাম দুটি পাতা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিল আনারস প্রতীক,স্বতন্ত্র প্রার্থী নবী আলম মোটর সাইকেল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু হাকিম ঘোড়া প্রতীক, স্বতন্ত্র প্রার্থী পরিতোষ চন্দ্র সরকার অটোরিক্স, স্বতন্ত্র প্রার্থী মোঃ এরশাদুল আলম টেবিল ফ্যান প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন চৌধুরী চশমা প্রতীক,

স্বতন্ত্র প্রার্থী মোঃ সাইফুল ইসলাম টেলিফোন প্রতীক, স্বতন্ত্র প্রার্থী হাইউল মিয়া ঢোল প্রতীক (৩) ধলামূলগাওঁ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ ছাদেক মিয়া নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ইসতেয়াক অহমেদ আনারস প্রতীক, স্বতন্ত্র প্রাথী এ কে এম মাহাবুবুর রহমান টেলিফোন প্রতীক, স্বতন্ত্র প্রাথী খান মোহাম্মদ মোটরসাইকেল প্রতীক, স্বতন্ত্র প্রাথী মোঃ আব্দুর রহমান চশমা প্রতীক, মোঃ আব্দুল হালিম খান ঢোল প্রতীক, স্বতন্ত্র প্রাথী মোঃ রুবেল রজনীগন্ধা প্রতীক, স্বতন্ত্র প্রাথী মোঃ রুবেল মিয়া দুটি পাতা প্রতীক, স্বতন্ত্র প্রাথী মোঃ রহুল আমিন টোবল ফ্যান প্রতীক, স্বতন্ত্র প্রাথী মোঃ রেজুয়ানুর রহমান অটোরিক্স্ প্রতীক, স্বতন্ত্র প্রাথী মোঃ শেখ বিজয় ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এর মধ্যে প্রার্থী ও কর্মী সমর্থকরা ব্যস্থতার মধ্যে সময় পার করছেন। নির্বাচনী এলাকায় ভোটার ও শিশু কিশোদের মধ্যে আনন্দ বিরাজ করছে। হাট বাজারের চায়ের দোকান জমে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD