নেত্রকোনা বিশ্ব আত্মহত্যা দিবস প্রতিরোধ উপলক্ষে নেত্রকোনায় সেইলর হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ভোরে জেলা শহরের মোক্তারপাড়া মাঠে নেত্রকোনার রানার্স কমিউনিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। ভোর সাড়ে পাঁচটার দিকে অন্তত ৩২৫ জন এতে অংশ গ্রহন করেন।
সকাল সাতটার দিকে সদর উপজেলার কিড্ডিকিংডম পার্কে গিয়ে শেষ হয়। পরে ওই স্থানে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন মণি, সমাজকর্মী নাজমুল হুদা ওয়ারেসী, ক্রীড়াবিদ রাজিব আহমেদ, আবদুল মোমেন প্রমুখ। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ হয়। এতে প্রথম হয়েছেন ওহাব খান, দ্বিতীয় সালেহ আহমেদ ভূঁইয়া, তৃতীয় মুন্নী আক্তার, নৃপেন চৌধুরী, শাখিল মিরাজ ও এ কে এম হাসান।
আয়োজক সংগঠনের সদস্য শেখ ফরিদ আল মামুন জানান, ২০১৮ সালে প্রতিষ্ঠিত নেত্রকোনা রানার্স কমিউনিটি স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। গত বছর দেশে করোনা মহামারি দেখা দিলে জনসচেতনতায় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত ৫ জুলাই মাদকের বিরুদ্ধে দৌড় ও এক হাজার গাছ লাগানো হয়।