নেত্রকোনা কারিগরি শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে ১১ দফা দাবিতে রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন কারিগরি স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীরা অংশ গ্রহন করেন। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী করাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- নন্দীপুর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ ও অধ্যক্ষ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, নেত্রকোনা রুজেল শিক্ষা পল্লীর অধ্যক্ষ নূরুল আলম হাদী রুজেল, আটপাড়া আইডিয়াল টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ সাইয়েদুল আম্বিয়া আঙ্গুর, প্রাইম ডিজিটাল টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মুছলেহা আক্তার, নেত্রকোনা কারিগরি স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মো.সামছুল আলম, নন্দিপুর কারিগরি ও বানিজ্যিক কলেজের জেষ্ট প্রভাষক মোহাম্মদ নূরুল আমিন খান প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মরকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চলতি বছরের ২৩ জানুয়ারি ঢাকায় কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২০২০ সনের এমপিওভূক্তি আবেদন করে কর্মকর্তাদের কাছে বেতনভাতা না পাওয়ার কারণ জানতে চাইলে শিক্ষকদের ওপর হামলা করা হয়। এতে কয়েকজন শিক্ষকে গুরুতর আহত করা হয়। ঘটনার প্রতিবাদে কারিগরি শিক্ষক-কর্মচারীরা প্রতিবাদ কর্মসূচী ও মানববন্ধন পালন করলেও দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১১ দফা বাস্তবায়ন করতে হবে।