নেত্রকোনার শ্যামগঞ্জ-পূর্বধলা সড়কে শনিবার ভোরে বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়ক ছেড়ে সড়কের পাশের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ে।এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি।তবে পল্লী বিদ্যুতের খুঁটি ও দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে।পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর বাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,জেলার দুর্গাপুর থেকে বালু বোঝাই একটি ট্রাক ঢাকা মেট্রো ট-২২-২৯২৪ শনিবার ভোর ৪ টার দিকে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর বাজারে নিয়ন্ত্রন হারিয়ে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙ্গে আইনাল হক ও আবদুল জলিলের দোকানে ঢুকে পড়ে।তবে এ সময় কেউ হতাহত হয়নি।
শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ-পরিদর্শক আখতারুজ্জামান দৈনিক কালজয়ী প্রতিবেদককে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।দূর্ঘটনার পরপর চালক পালিয়ে গেছে।তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।