1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
নেত্রকোণার হাওরাঞ্চলে এগিয়ে চলছে ফসল রক্ষা বাঁধ
বাংলাদেশ । রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ।। ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
ডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে কুমিল্লার লন্ডন প্রবাসীদের ইফতার ও মিষ্টি বিতরন এক মিনিটে ৮টি ক্রিম বিস্কুট খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ আবেদন । বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান অবরোধের প্রতিবাদে ইবি ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুলবাড়ী প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপি জামায়াতকে অগ্নি সন্ত্রাসের পথ ছেড়ে নির্বাচনে আসার আহবান-এমপি বাহার হত্যা মামলার রহস্য উন্মোচনে  সৈয়দপুর পুলিশের সাফল্য, গ্রেফতার ৩ কুলাউড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের তদারকি জাপার সদস্য সচিবের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যের অভিযোগ কুমিল্লায় হরতাল-অবরোধে ২২ পিকেটিং-ভাংচুর মামলা গ্রেফতার ১০৪

নেত্রকোণার হাওরাঞ্চলে এগিয়ে চলছে ফসল রক্ষা বাঁধ

মোনায়েম খান:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫৭ বার পড়েছে

আগাম বন্যা বা পাহাড়ী ঢলের হাত থেকে নেত্রকোণার হাওরাঞ্চলের ফসল রক্ষার লক্ষ্যে পিআইসির মাধ্যমে ডুবন্ত বাঁধের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখন পর্যন্ত ফসল রক্ষা বাঁধের কাজ প্রায় ৮০ ভাগ শেষ হয়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের আশাবাদ, পাহাড়ী ঢল বা আগাম বন্যার পানি আসার আগেই নির্ধারিত সময়ের মধ্যে এ সকল বাঁধের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে।
নেত্রকোণা জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, প্রতিবছর আকষ্মিক পাহাড়ী ঢল বা আগাম বন্যায় হাওরাঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। হাওরাঞ্চলের ফসল রক্ষায় ২০২১-২০২২ অর্থ বছরে জেলার ১০ উপজেলার মধ্যে ৯ উপজেলার ৯টি হাওরে ২৩ কোটি ৬ লক্ষ টাকা ব্যায়ে ১ শত ৭৫টি পিআইসির মাধ্যমে ১ শত ৮৩ কিলোমিটার ডুবন্ত বাঁধ বা বেরী বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহন করেছে। ১৫ নভেম্বরের মধ্যে পিআইসি গঠনের মাধ্যমে বাঁধের নির্মাণ কাজ শুরু হয়। ২৮ ফেব্রুয়ারী মধ্যে বাধেঁর নির্মাণ কাজ শেষ করার কথা। ইতিমধ্যে বাঁধের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরমধ্যে খালিয়াজুরী উপজেলাতেই ৬২টি ডুবন্ত বাঁধ বা বেরী বাঁধ নির্মাণ করা হচ্ছে।

নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় এ বছর ১ লক্ষ ৮৪ হাজার ৮ শত ২৮ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশী জমিতে বোর ধান কৃষকরা আবাদ করেছে। হাওরাঞ্চলেই ৪০ হাজার ৯ শত ৬০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। খালিয়াজুরী উপজেলার ইছাপুর গ্রামের কৃষক সঞ্জয় চৌধুরী বলেন, হাওরাঞ্চলের কৃষকদের সারা বছরের একমাত্র ফসল হচ্ছে বোরো ধান। প্রতি বছর আগাম বন্যায় হাওরের ফসল তলিয়ে যাওয়ায় আমাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হয়।

বোয়ালী গ্রামের আবুল কালাম জানান, আমরা প্রতি বছর মহাজনের কাছ থেকে চড়া সুদে দাদন নিয়ে চাষাবাদ করে থাকি। আগাম বন্যায় ফসল তলিয়ে গেলে জমিজমা বিক্রি করে মহাজনের সুদ পরিশোধ করতে হয়। জগন্নাথপুর গ্রামের কৃষক নির্মল কান্তি সরকার বলেন, হাওর এলাকাতেই সবচেয়ে বেশি বোরো আবাদ হয়ে থাকে। ফসল ঘরে উঠলে আমাদের কোন চিন্তা ভাবনা থাকেনা। পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে দিনযাপন করতে পারি।

এ ব্যাপারে হাওরাঞ্চলের কৃষকরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে নির্ধারিত সময়ের মধেই সঠিকভাবে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ সম্পন্ন করার জোর দাবী জানান। নেত্রকোণা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং জেলা পিআইসি কমিটির সদস্য সচিব এম এল সৈকত বলেন, হাওরাঞ্চলের কৃষকদের একমাত্র বোরো ফসল রক্ষায় সরকার প্রতি বছর বাঁধ নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খালিয়াজুরী, মদন, মোহনগঞ্জ ও কলমাকান্দা উপজেলার হাওর এলাকায় বিভিন্ন ফসল রক্ষা বাঁধের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রায় প্রতিদিন হাওরে গিয়ে আমরা সরজমিনে বাঁধের নির্মাণ কাজ পরিদর্শন করছি। কোথাঁও কোন অনিয়ম বা ত্রুটি পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে পিআইসিকে দ্রুত সেসব ত্রুটি সাড়িয়ে ফেলার নির্দেশ দিচ্ছি। আমি আশা করছি, আগামী ২৮ ফেব্রুয়ারী নির্ধারিত সময়ের মধ্যেই সকল বাঁধের নির্মাণের কাজ সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD