কুমিল্লার তিতাসে “হ্যালো যুবলীগ” এর উদ্যোগে ৭০ জন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ জুলাই রবিবার বিকাল ৫ টায় নারান্দিয়া ইউনিয়ন আ’লীগ কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় কুমিল্লা ২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এবং হোমনা-তিতাসের উন্নয়নের রুপকার কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী’র নির্দেশক্রমে নারান্দিয়া ইউনিয়ন যুবলীগ এর উদ্যোগে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে বিপর্যস্ত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৭০ জন অসহায়, গরিব ও কর্মহীন মানুষের হাতে ঈদ সামগ্রী তোলে দেওয়া হয়। প্রতি প্যাকেজে ছিল ১ কেজি তেল,১ কেজি পেয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি পোলার চাউল, ১ কেজি সেমাই ও ১ প্যাকেট নুডুলস ইত্যাদি।এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু।
আরও উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ সাইফুল আলম মুরাদ,নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আরিফুজ্জামান খোকা, তিতাস উপজেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি মোঃ কামাল পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক এ. কে. এম কামরুল হাসান তুষার, তিতাস উপজেলা আওয়ামী যুবলীগ এর সদস্য মোঃ মাহফুজুর রহমান, মোঃ মির্জা হোসাইন, নুরনবী, ইশতিয়াক আহমেদ আনিছ, সজিবুর রহমান রুপক, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মেম্বার, ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক মোঃ শামিম মিয়া, তিতাস উপজেলা মুজিবসেনা ঐক্যলীগ এর সভাপতি মোঃ আক্তার হোসেন, তিতাস উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ নুরুল আফসার, মোঃ তানহার সরকার ও তিতাস উপজেলা মুক্তিযাদ্ধা প্রজন্মলীগ এর সাধারণ সম্পাদক আজিদুল রহমান কাইমুল।