দীর্ঘ ১৮ মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার্থীদের জন্য চালু করা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান পরিবহন শাটল ট্রেনের।শুক্রবার (০১ অক্টোবর) সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ১ম বর্ষের চট্টগ্রাম কেন্দ্রের ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে চট্টগ্রামের বটতলী থেকে যাত্রা শুরু করে চবির প্রধান পরিবহন শাটল ট্রেন।
প্রথম বারের মতো ঢাবির ভর্তি পরীক্ষার্থীরা শাটল ট্রেনে চড়ে ভর্তি পরীক্ষা দিতে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।শাটল ট্রেনের অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করলে ভর্তি পরীক্ষার্থী আরিফ আহমেদ দৈনিক কালজয়ীকে বলেন,আমি চট্টগ্রামের বাসিন্দা হলেও শাটল ট্রেনে চলায় আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিলো না।শাটল ট্রেনে চড়ে আমার খুব ভালো লাগছে।
আর শুধু আমাদের জন্য শাটল ট্রেন চালু করে দেয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেক ধন্যবাদ।নয়তো শহর থেকে আসতে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হতো।বেলা ১১ টায় শুরু হয়ে ১২টা ৩০ মিনিটে শেষ হবে প্রথম দিবের ভর্তি পরীক্ষা।তাই,দিনের সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করে পরীক্ষার্থী ও অভিভাবকরা।
প্রথম দিনে ঢাবির ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে ১১ হাজার ২১৭ জন পরীক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে।বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ,কলা ও মানববিদ্যা অনুষদ,সমাজ বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় প্রশাসন অনুষদে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগতম।আমরা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি নিয়েছি।এর জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সার্বিকভাবে সহযোগীতা করছে।জালিয়াতি রোধে আমাদের বিশেষ টিম কাজ করবে।
তিনি আরো বলেন,ভর্তি পরীক্ষার্থীদের জন্য শাটল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।এছাড়াও আগত ভর্তিচ্ছু ছাত্রী ও মহিলা অভিভাবকদের বিশ্রামের জন্য পরীক্ষা চলাকালে আগামী দুইদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল সকাল সাড়ে ৬টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে।