প্রতি বছর বর্ষার সময় চারপাশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। যার ফলে অনেক সংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং ক্ষেত্রবিশেষে মৃত্যুবরণও করে। ডেঙ্গু ছড়ানোর প্রধান কারণ হচ্ছে আমাদের অসাবধানতা। তাই, আজ (৩১ আগস্ট ২০২১) দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত চবি বন্ধুসভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পতিত জায়গা, ড্রেন ও জমা পানিতে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করে। এ কার্যক্রমটির শুভ উদ্ভোদন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর জনাব রবিউল হাসান ভূইয়া। তিনি প্রথমে কলা ও মানববিদ্যা অনুষদ সম্মুখের ড্রেনে জমে থাকা পানিতে স্প্রে করেন।
অতঃপর, তিনি বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব বর্তমানে সারা বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তৃত। আমরা যদি এভাবে সম্মিলিত হয়ে পরিবেশের পরিত্যক্ত জায়গায় জমে থাকা ময়লা ও পানি পরিষ্কার রাখি, তাহলে আমাদের পরিবেশ কখনোই ডেঙ্গু কবলিত স্থানে পরিনত হবে না। তাই, পরিবেশ সুস্থ রাখতে আমাদের সবাইকে এ বিষয়ে খুব সচেতন থাকতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন চবির সহকারী প্রক্টর রামেন্দ্র পারিয়াল, চবি বন্ধুসভার সাবেক সহ সম্পাদক মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন সাগরসহ সংগঠনটির আরো অনেক দায়িত্বশীল। এরপর বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ভবন, কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, কেন্দ্রীয় লাইব্রেরী প্রাঙ্গন, জাদুঘর প্রাঙ্গন, কলা ঝুপড়ি, লেডিস ঝুপড়ি, শহীদ মিনার চত্বর এবং জিরো পয়েন্টসহ বিভিন্ন জায়গায় স্প্রে করা হয়।