পরীক্ষা ঘোষণা হলো মাত্র।ক্লাস-হল কিছুই খোলেনি।তবুও সংঘর্ষ থেমে থাকেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুইটি গ্রুপের মধ্যে।১৮ মাস পর ক্যাম্পাসে এসেই বিবাদে জড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুইটি উপশাখা বিজয় ও সিএফসি।এতে উভয় পক্ষের দুইজন আহত হয়।
মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কথা কাটাকাটির জের ধরে লেডিস ঝুপড়িতে বগিভিত্তিক সংগঠন বিজয় ও সিএফসির কর্মীদের মধ্যে ঘটনাটি ঘটে।সংঘর্ষে আহত দুজন হলেন,বিজয় গ্রুপের অনুসারী চবির দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরীফ খান এবং সিএফসি গ্রুপের অনুসারী একই শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোঃ আজিম।
মঙ্গলবার দুপুরে বিজয় গ্রুপের কর্মী শরিফ খানের সাথে সিএফসির ইমরানের কথা কাটাকাটি হলে ইমরান ও তার গ্রুপের সদস্যরা মিলে শরিফকে মারধর করে।সে জের ধরেই সন্ধ্যায় বিজয় গ্রুপের কর্মীরা লেডিস ঝুপড়ি এসে ইমরানকে মারধর করে।অতঃপর দুই গ্রুপের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ তা নিয়ন্ত্রণে আনে।
বিজয় গ্রুপের নেতা মোঃ আল আমিন দৈনিক কালজয়ীকে বলেন,আমাদের জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়েছিলো।আমরা সিনিয়ররা বসে বিষয়টা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করছি।এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রদের মধ্যে ঝামেলা হয়েছিল।বিষয়টি সমাধানের জন্য দুই পক্ষের সঙ্গে কথা বলেছি।বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।