আনছার ভিডিপির সদস্য দরিদ্র এক নারীর নিকট থেকে উৎকোচ হিসাবে ২০ হাজার টাকা ঘুষ নিয়ে ফেরৎ দিতে বাধ্য হলেন মানিকগঞ্জ সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান সদস্য মোঃ ছানোয়ার হোসেন খান। তিনি আঠালিয়া গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানাগেছে গত এক বছর পূর্বে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে মিষ্টার রনি শেখের সঙ্গে একই উপজেলার চান্দহর ইউনিয়নের ঢালী পাড়ার ইকবুল শেখের মেয়ে মাইমুনার সামাজিক ভাবে বিবাহ হয়। বিবাহের পর তাদের দম্পতি জীবন ভালোই কাটছিল । কিছুদিন যেতে না যেতেই উভয়ের মধ্য কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে মাইমুনা তার বাবার বাড়িতে চেলে যান পারিবারিক এ বিরোধ মীমাংসা জন্য রনি শেখের নানী মোসাঃ মানুয়ারা খাতুন ঐ ইউপি সদস্য ছানোয়ার খানের দারস্থ হন। ইউপি সদস্য মীমাংসার কথাবলে তার নিকট থেকে ২০ হাজার টাকা উৎকোচ নিয়ে কাজ না করেই টাকা আত্মসাৎ করার ফন্দি আঁটে ।
সে টাকা চাইতে গেলে ইউপি সদস্য তাকে উল্টো প্রাণ নাশ ও ভিটে বাড়ী ছাড়া করার হুমকি দেন । এ ঘটনায় সিংগাইর সার্কেল সহকারী পুলিশ সুপারের নিকট একটি অভিযোগ দায়ের করেন তিনি। অবশেষে সিংগাইর এ এসপি রেজাউল হকের হস্ত ক্ষেপে ঐ ইউপি সদস্য টাকা ফেরৎ দিতে বাধ্য হন। গতকাল শুক্রবার সকালে ঘুষের টাকা ফেরৎ পাওয়ার বিষয়টি অভিযোগাকারী মোসাঃ মানুয়ারা খাতন সাংবাদিকদের বিষয় টি নিশ্চিত করেন ।
ইতো পূর্বে তার এলাকার এক ভ্যানচালকে কাজ করে দেওয়ার শর্তে ৪০ হাজার টাকা উৎকোচ নিয়ে৷ ছিলেন। স্থানীয়দের চাপের মুখে সেই টাকা ফেরত দিতে বাধ্য হন তিনি। এছাড়া নানা অনিয়ম ও করোনা মহামারী সংক্রমণ কালীন প্রণোদনা আত্মসাৎ অভিযোগে তৎকালীন নির্বাহী কর্মকর্তা তাকে কয়েক বার শোকস করেছিলেন ।