আর মাত্র কয়েকটা দিন।এরপরই একে একে শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবির) বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা।তারপরই শুরু হবে আবার ভর্তি পরীক্ষা।কিন্তু,আহমদ ছফার গাভী বৃত্তান্তের গাভী যেনো এবার নেমে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে।
গতকাল রোজ শনিবার (২৮ আগস্ট, ২০২১ ইং) বিকাল পাঁচটার দিকে চবির কলা ও মানববিদ্যা অনুষদের পাশে স্বাধীনতা স্মারক ভাস্কর্য ও কেন্দ্রীয় পাঠাগারের এর ঠিক সামনেই দেখা মিললো কয়েকটি বাঁধা গরুর।গরুর মালিক স্বাধীনতা স্মারক ভাস্কর্যের সামনের দেয়ালে এমনভাবে গরুগুলোকে বেঁধে দিয়ে গেছে যেনো,এ বিশ্ববিদ্যালয়টি একটি গরু চড়ানোরই মাঠ।
কখনো গাড়ি চলাচলের রাস্তার উপর এসেও বসে থাকছে।আবার গোবরেও লেপে দিচ্ছে স্বাধীনতা স্মারক ভাস্কর্যের সামনটা।এ নিয়ে কর্তৃপক্ষেরও তেমন কোনো হস্তক্ষেপি লক্ষ্য করা যায় না।এ যেনো আহমদ ছফার গাভী বৃত্তান্ত উপন্যাসের সেই গাভী তরণী।উপহাসের নতুন চরিত্রায়ন।
বিশ্ববিদ্যালয়টির বাংলা বিভাগের শিক্ষার্থী গোলাম ইয়াসিনকে বিষয়টি সম্পর্কে ঘটনাস্থলে জিজ্ঞেস করলে তিনি বলেন,একটি বিশ্ববিদ্যালয়ে এভাবে রাস্তাঘাটে গরুর বিচরণ কখনোই কাম্য নয়।শিক্ষাপ্রতিষ্ঠান মানুষ গড়ার স্থান,গরুর নয়।তাছাড়া, এখানে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় একটি অনুষদ,কেন্দ্রীয় পাঠাগার ও স্বাধীনতা স্মারক ভাস্কর্য অবস্থিত।আর এখানে গরুগুলোকে বেঁধে রাখা হয়েছে।
এমনকি এখানে বা বিশ্ববিদ্যালয়ের আরো অনেক জায়গায় প্রায়ই বাঁধা গরু চোখে পড়ার মতো।এটি একটি অনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অপমানজনক কাজও বটে।ক্যাম্পাস বন্ধ থাকায় পাহাড় ও অরণ্যে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবির) বিশাল ক্যাম্পাসে গরুর বিচরণ অসম্ভব কিছু নয়।তবে,একদল সচেতন শিক্ষার্থী এটিকে প্রশাসনের অসচেতনতা ও অকর্মণ্যতা বলেই দাবী করছেন।