কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন ফি মওকুফের ব্যাপারে একাধিকবার সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।ফলে করোনাকালীন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের পরিবহন ফি দিয়ে নতুন সেমিস্টারে ভর্তি হতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়,গত ৫ জুলাই এবং ১৩ সেপ্টেম্বর দুইবার প্রশাসনের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে পরিবহন ফি মওকুফের সিদ্ধান্তের কথা বলা হয়েছিলো।তবে বুধবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অর্থ কমিটির সভায় পরিবহণ ফি মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করার সুপারিশ হলেও পরবর্তীতে সিন্ডিকেট বৈঠক অনুষ্ঠিত না হওয়ায় তা এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি।
এদিকে পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নূরুল্লাহ ভূইয়া তমাল বলেন,বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের পরিবহন ফি দিয়ে ভর্তি হওয়ার বিষয়টা অযৌক্তিক। যদিও শুনেছি, বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটিতে পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এটা এখনো কেন বাস্তবায়ন হচ্ছে না, সেটা বোধগম্য নয়।
আবার পরিবহন ফি মওকুফের আনুষ্ঠানিক নোটিশ না পাওয়ায় তা কার্যকর করা যাচ্ছে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগ।এ বিষয়ে কুবির ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান ফেরদৌস জাহান বলেন,আসলে অফিসিয়ালি আমাদের জানানো হয়নি,তাই আমরা আগেই টাকা কমাতে পারি না।আমাদের নোটিশের মাধ্যমে জানালে আমরা নিশ্চিত হতে পারবো।
এ বিষয়ে জানতে চাইলে কুবি উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন,শিক্ষার্থীদের সুবিধার জন্যই আমরা ফি হ্রাস করছি।তবে অর্থ কমিটিতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা সিন্ডিকেটে উঠবে।আমরা দ্রুতই সিন্ডিকেটে বৈঠক করবো,সম্ভাব্য অক্টোবরের প্রথম সপ্তাহেই তা হবে।