বাংলাদেশ ছাত্রলীগ নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে সোমবার সকালে জেলা শহরের মোক্তারপাড়া জেলা পরিষদ মার্কেটের সামনের সড়কের পৌরসভার মোড়ে কাঁদতে আসিনি,ফাঁসির দাবি নিয়ে এসেছি এই শ্লোগানকে সামনে নিয়ে ঘন্টাব্যাপি মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান।এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব আহমেদ রাজীব,যুগ্ম-সাধারণ সম্পাদক কৌশিক রায়,মোশারফ হোসেন মোশাহিদ,সাংগঠনিক সম্পাদক তুহিন মণি,সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ খান সহ অনেকেই।
এসময় বক্তরা বলেন-১৫ই আগস্টে ইাতহাসের অবিসংবাদিত নেতা,বাঙালির জাতির মুক্তির মহানায়ক ও স্বাধীনতার মহান ঘোষক,বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম ভূখন্ডের স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি,বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদগনের হত্যার বিচার ও ২১শে আগস্টে গ্রেনেড হামলায় বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আইভী রহমান সহ আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ নিহত হওয়ার পিছনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান,সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সকল ষড়যন্ত্রকারী ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ১৫ই আগস্টের কালো রাত্রির পরিকল্পিত হত্যা কান্ডের পলাতক সেই খুনিদেরকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর দেখতে চায় দেশবাসী।