1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
করোনা সচেতনতায় মসজিদভিত্তিক প্রচারণায় বোয়ালমারী থানা পুলিশ
বাংলাদেশ । বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ।। ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

করোনা সচেতনতায় মসজিদভিত্তিক প্রচারণায় বোয়ালমারী থানা পুলিশ

বিপ্লব আহমেদ:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৪৬৯ বার পড়েছে

সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে ফরিদপুরের বোয়ালমারীতে করোনা সচেতনতায় মসজিদভিত্তিক প্রচারণায় নেমেছে বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম কামারগ্রাম জামে মসজিদে ১৬ জুলাই শুক্রবার খুৎবার পূর্বে মুসল্লিদের বলেন, বোয়ালমারী থানা পুলিশ শতভাগ স্বচ্ছতা নিয়ে কাজ করতে দৃড় প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

মসজিদে আগত মুসল্লিদের উদ্দেশে করোনা মহামারির এই কঠিন সময়ে জনগণের করণীয় সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম। প্রচারকালে জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, লোকসমাগম এড়িয়ে চলাসহ সরকারি বিধিনিষেধ মেনে চলতে অনুরোধ করা হয়। সাধ্যমতো পুষ্টিকর খাবার খাওয়া, জ্বর-সর্দি ও কাশি হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ করা হয়। এছাড়া আপনার আসন্ন পবিত্র ঈদুল আযহার ঈদের মাঠে কোলাকোলী করবেন না।

কোরবানীর গরুর হাটে যারা যাবেন তারা ভিড় এড়িয়ে চলবেন এবং স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে গমন করবেন। করোনা সংক্রমন ও করোনা ভাইরাসে মৃত্যু গ্রাম গঞ্জে ছড়িয়ে পড়েছে। হাট বাজার বা চায়ের দোকানে আড্ডা-গল্প করবেন না। জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পড়ুন। বোয়ালমারী পৌরশহরসহ উপজেলার প্রতিটা ইউনিয়নের বসবাসরত সকল নাগরিককে করোনা মহামারিতে তার পার্শ্ববর্তী অসহায়, নিঃস্ব দরিদ্র ও কর্মহীন লোকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি আরো বলেন, থানায় জিডি, মামলা, অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স, পাসর্পোট কিংবা অন্য যেকোন সেবা নিতে কোন টাকা পয়সা বা দালাল লাগেনা এবং কোন প্রকার ভোগান্তির স্বীকার কেহ হবেনা। কোন অনিয়ম দেখলে থানার অফিসার ইনচার্জ, অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলার উর্দ্ধত্বন কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD