রংপুরের মিঠাপুকুরে প্রানীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের জন্য এবং ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি (এনএটিপি-২) প্রকল্পের আওতায় খামারিদের জন্য বিশেষ ভর্তুকির মাধ্যমে একটি ট্রাক ও একটি পিকআপ প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে এ গাড়ী দুইটি আনুষ্ঠানিকভাবে হস্তাস্তর করা হয়।
মিঠাপুকুর উপজেলা প্রাণী সম্পদ বিভাগ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে মোবাইল ভ্যাটেরিনারি ক্লিনিক উদ্বোধন ও খামারিদের মাঝে গাড়ির চাবি হস্তান্তর করেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।
এ সময় উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. একরামুল হক প্রমুখ। জনবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এ গাড়ি প্রানী সম্পদ ও কৃষির উন্নয়ন ত্বরান্বিত করার মধ্য দিয়ে আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এমপি আশিকুর রহমান।