1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
নেত্রকোনা-কলমাকান্দা রুটে বিআরটিসির বাস চলাচলে মালিক ও শ্রমিকদের বাধা
বাংলাদেশ । রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নেত্রকোনা-কলমাকান্দা রুটে বিআরটিসির বাস চলাচলে মালিক ও শ্রমিকদের বাধা

মোনায়েম খান :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩৪২ বার পড়েছে
নেত্রকোনা-কলমাকান্দা রুটে বিআরটিসির বাস চলাচলে মালিক ও শ্রমিকদের বাধা

নেত্রকোনার কলমাকান্দার পাঁচগাও থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত বিআরটিসির বাস চলাচলে বাধা প্রদানের অভিযোগ উঠেছে বাস পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে।এতে করে প্রায় এক মাস সময় ধরে বিআরটিসির বাস চলাচল বন্ধ রয়েছে।জানা গেছে,বিআরটিসির ময়মনসিংহ ডিপো থেকে জেলার কলমাকান্দার সীমান্তবর্তী পাঁচগাও থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত বিআরটিসির বাস চলাচলের জন্য প্রায় দুই মাস আগে অনুমতি গ্রহন করেন মাহবুবুর রহমান।

এক মাস চালানোর পর জেলা শহরের রাজুর বাজার বাসস্ট্যান্ড এলাকা পরিবহন শ্রমিকরা বাধার সৃষ্টি করে।এর পর থেকে কলমাকান্দা থেকে ঢাকা পর্যন্ত বিআরটিসির বাস চলাচল বন্ধ হয়ে যায়।মাহবুবুর রহমান জানান,বেসরকারি পরিবহনের চেয়ে সরকারি বিআরটিসি বাসের ভাড়া কিছুটা কম হওয়ায় মানুষ বিআরটিসি বাসে যাত্রীরা চলাচল করতে চায়।কিন্তু পরিবহন শ্রমিক ও মালিক সমিতির লোকজন নানা অজুহাতে তাদেরকে বাস চালাতে দিচ্ছে না।

এ ব্যাপারে জেলা প্রশাসককে লিখিত ভাবে বিষয়টি জানানোর পরও এখন পর্যন্ত কোন সুফল পাওয়া যায়নি।এ ব্যাপারে নেত্রকোনা জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান বলেন,আমাদের লোকজন বাস চলাচলে বাধা প্রদান করেনি।পরিবহন বিধি অনুসরন না করায় তারা বাস চালাতে পারছে না।

নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান জানান,জেলার কলমাকান্দা থেকে বিআরটিসির বাস চলাচলের প্রয়োজন আছে কি না তা যাছাই করে দেখা হচ্ছে।এ ব্যাপারে কমিটি গঠন করা হয়েছে।কমিটির প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD