বগুড়ার নন্দীগ্রামে বাড়ির জায়গা সংক্রান্ত বিবাদের জেরে ভাতিজাদের কিল-ঘুষির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। নিহত চাচার নাম মোঃ জামাল উদ্দিন (৬২)। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। স্থানীয় সুত্রে জানা যায়, মথুরাপুর গ্রামের নিহত জামাল উদ্দিনের সঙ্গে তার আপন ভাই মৃত আব্দুল জোব্বারের ছেলেদের সাথে বাড়ির জায়গা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জেরে আজ বিকাল ৪ টার দিকে ০৪ ভাতিজাদের কিল ঘুষির আঘাতে ঘটনাস্থলেই চাচার মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ভাতিজা হোসেন আলী (৪৪) কে আটক করা হয়েছে এবং অপর তিন ভাতিজাকে আটকের প্রচেষ্টা চলছে।