1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
অ্যাক্রিডিটেশন কার্যক্রম পর্যবেক্ষণে আইএবি’র চুয়েট স্থাপত্য বিভাগ পরিদর্শন
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অ্যাক্রিডিটেশন কার্যক্রম পর্যবেক্ষণে আইএবি’র চুয়েট স্থাপত্য বিভাগ পরিদর্শন

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৭ বার পড়েছে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্থাপত্য বিভাগ পরিদর্শন করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব আর্কিটেক্টস (আইএবি)-এর তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল। মূলত আইএবি কর্তৃক স্বীকৃতি বা অ্যাক্রিডিটেশন উপলক্ষ্যে গতকাল ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৯টায় এই পরিদর্শন করেন।

পর্যবেক্ষক দলের মধ্যে ছিলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্থপতি হারুন-উর-রশিদ, ভিসতা আর্কিটেকচারাল কনসালটেন্টের প্রধান স্থপতি দেওয়ান শামসুল আরিফ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়া। এ সময় তাঁরা শিক্ষার্থীদের একাডেমিক কাজ পর্যবেক্ষণের সাথে সার্বিক সুযোগ-সুবিধা যেমন স্টুডিও, ক্লাসরুম, জুরি রুম, শিক্ষকদের রুম, লাইব্রেরি, ল্যাব ইত্যাদি পরিদর্শন করেন। পরে বিভাগের পক্ষ থেকে একটি ইন্ট্রোডাকটরি প্রেজেন্টেশন উপস্থাপন করেন সহকারী অধ্যাপক বিপ্লব কান্তি বিশ্বাস । ডকুমেন্ট মূল্যায়ন ও ভেরিফিকেশন শেষে ফ্যাকাল্টি এবং অ্যালামনাইদের সাথে প্রতিনিধি দলটি আলোচনা ও মতবিনিময় করেন।

পরে বিকাল ০৩.৩০ ঘটিকায় ভাইস চ্যান্সেলর কার্যালয়ে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় প্রতিনিধি দলের সাথে চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসিফুল হক, স্থাপত্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম বর্তমান বিভাগীয় প্রধান জনাব কানু কুমার দাশ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) কর্তৃক চুয়েট স্থাপত্য বিভাগ অতি শীঘ্রই স্বীকৃতি পাবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD