কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) মোঃ জাহাঙ্গীর আলমকে শানু হত্যা মামলায় কারাগারে প্রদানের নির্দেশ দেন বিজ্ঞ আদালত। গতকাল ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কুমিল্লার বিজ্ঞ চীফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট সোহেল রানা এই রায় ঘোষণা করেন।
জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই এলাকায় বিগত কয়েক বছর আগে দুই দলের মধ্যে সংঘটিত সংঘর্ষে নিহত হয় খোরশেদ ও শানু। এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততায় অভিযুক্ত উপজেলার সিদলাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) জাহাঙ্গীর আলম গতকাল ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্বেচ্ছায় কুমিল্লার বিজ্ঞ চীফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন চাইলে খোরশেদ হত্যা মামলায় জামিন মঞ্জুর করেন আদালত। অপরদিকে খোরশেদ হত্যা মামলায় জামিন পেলেও শানু হত্যা মামলায় সে এজাহারনামীয় ২ নং আসামি হওয়ায় সি/ডব্লিও মূলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ চীফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট সোহেল রানা। জাহাঙ্গীর আলম উপজেলার সিদলাই ইউনিয়নের সিদলাই ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) ও একই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।