1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
স্মৃতিতে চিরজাগরুক শ্রদ্ধেয় মোনেম মুন্না ভাই
বাংলাদেশ । রবিবার, ০৫ মে ২০২৪ ।। ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
ব্রেকিং নিউজ
শিলাবৃষ্টিতে দোয়ারাবাজারে সহস্রাধিক ঘর ক্ষতিগ্রস্ত!! ব্রিজ পুনঃনির্মাণের উদ্যোগ নেই; জনগণের ভোগান্তি চরমে! ভুতুড়ে বিদ্যুৎ বিলে অতিষ্ট দৌলতপুরের মানুষ! রেলক্রসিংয়ে গেটকিপার ঘুমিয়ে, অল্পের জন্য রক্ষা পেল দুটি ট্রাকসহ পথচারী চুরি হলো সেই শহীদ ভারতীয় মিত্র বাহিনীর অরক্ষিত স্মৃতিস্তম্ভে দোয়ারাবাজারে কলেজছাত্রী তমা হত্যার খুনি লিটনের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ডাঃ তাহসীন বাহার সুচনার বিজয়ে কুমিল্লার লন্ডন প্রবাসীদের ইফতার ও মিষ্টি বিতরন এক মিনিটে ৮টি ক্রিম বিস্কুট খেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এ আবেদন । বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান অবরোধের প্রতিবাদে ইবি ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন

স্মৃতিতে চিরজাগরুক শ্রদ্ধেয় মোনেম মুন্না ভাই

তানভীর আহমেদ:
  • প্রকাশিত: সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৯৩ বার পড়েছে
স্মৃতিতে চিরজাগরুক শ্রদ্ধেয় মোনেম মুন্না ভাই
স্মৃতিতে চিরজাগরুক শ্রদ্ধেয় মোনেম মুন্না ভাই

স্বাধীনতা উত্তর বাংলাদেশের ফুটবলের ইতিহাসে যে কয়জন ফুটবল খেলোয়ার একুশ শতকে এসেও আজও আম -জনতার হৃদয়ের মনিকোঠায় সমুজ্জ্বল তাদের মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও বাংলাদেশের জননন্দিত ক্লাব আবাহনীর সাবেক অধিনায়ক মোনেম মুন্না অন্যতম । বাংলাদেশের ফুটবলের ইতিহাসে যিনি কিংব্যাক মোনেম মুন্না নামে খ্যাত । ক্ষণজন্মা এই ফুটবল খেলোয়ার এর অনন্য ফুটবল শৈলী এবং দ্যুতি দেশের সীমানা পেরিয়ে ভারতে ও ছড়িয়ে পড়েছিল । ভারতের লীগে তিনি খেলতেন জনপ্রিয় দল ইস্টবেঙ্গল এর পক্ষে । বাংলাদেশের মতো সেখানে ও তিনি ছিলেন ব্যাপক জনপ্রিয় । কিডনি ব্যধিতে আক্রান্ত হয়ে মাত্র ৩৯ বছর বয়সে এই বসুন্ধরা ত্যাগ করা মুন্না ভাই আজও আমার স্মৃতিতে চিরজাগরুক ।

সময়টা খুব সম্ভবত ১৯৯৫ সাল । ঢাকা লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে প্রিয় দল আবাহনী মুখোমুখি তৎকালীন জায়ান্ট কিলার ইয়ংমেন্স ফকিরাপুল ক্লাবের । খেলার দিন ” দৈনিক বাংলাবাজার ” পত্রিকা মারফত জানলাম প্রচন্ড জ্বর থাকায় আজ খেলতে পারবেন না মুন্না ভাই । আবাহনীর পাড় সমর্থক হিসেবে মনটা বেদনায় ভরে উঠলো । মুন্নাভাই ব্যতীত আবহনী মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে কি করে – সেই টেনশন করতে করতে সন্ধ্যায় ছয়টায় পাঠ্যবই সামনে রেখে( আমাদের রিডিং রুম ছিল দুই তলায় , সৌভাগ্যবশত সেদিন বাসার মুরুব্বীরা নিচ তলায় অবস্থান করছিলেন ) বাসায় থাকা থ্রি ব্যান্ডের রেডিও তে খেলার ধারা বিবরণী শুনতে মনোযোগী হলাম লো ভলিউমে । ইথারে ভেসে আসলো সেই বিখ্যাত জনপ্রিয় ধারা ভাষ্যকার শ্রদ্ধেয় মরহুম খোদাবক্স মৃধা ভাইয়ের ভরাট ও প্রাঞ্জল কণ্ঠ । তিনি অপর জনপ্রিয় ধারা ভাষ্যকার মঞ্জুর হাসান মিন্টু ভাইকে বলছিলেন মুন্না ব্যতীত আজ আবাহনী কি পারবে জায়ান্ট কিলার ইয়ংমেন্স এর বিপক্ষে ….? খেলা শুরু থেকেই ইয়ংমেন্স একের পর এক আক্রমণ এ দিশেহারা আবহনীর রক্ষণ দুর্গ । আক্রমণ তোর দূরে থাক ইয়ংমেন্স এর আক্রমণ সামলাতেই তটস্থ আবাহনীর ডিফেন্ডাররা ।

ধারাভাষ্যকাররা বলতে থাকলেন আজ মুন্নার অভাব হারে হারে অনুভূব করছে আবাহনী , ইয়ংমেন্স এর প্রতিটি আক্রমণে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সমর্থকরা গলা ফাটিয়ে উৎসাহ দিতে লাগল । প্রথমার্ধের শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে খুব সম্ভবত ইয়ংমেন্স এর তরুণ ফুটবলার আল-আমিন গোল করে বসে আবাহনীর বিপক্ষে । রেডিওর অপর প্রান্তে থাকা আমার অবস্থা তখন কুল হারা নাবিকের মতো । দ্বিতীয়ার্ধের খেলা শুরুতে বেশকিছু আক্রমণ আবাহনী করলেও তা ফলপ্রসূ হয়নি উপরন্ত খেলা শেষের ২৫ মিনিট পূর্বে দ্বিতীয় গোল হজম করে বসে আবাহনী। গোল হজমের পর ধারাভাষ্যকাররা বলতে লাগলেন আবাহনীর গ্যালারি ” মুন্না ” মুন্না ..স্লোগানে প্রকম্পিত ।

সবাইকে অবাক করে দিয়ে আবাহনীর বিপর্যয় রুখতে এবং সমর্থকদের দাবি মেটাতে প্রচন্ড জ্বর নিয়ে বদলি হিসেবে মাঠে নেমে পড়লেন মুন্না । তুমুল উল্লাসে ফেটে পড়লো গ্যালারি । রেডিওর অপরপ্রান্তে আমিও ব্যাপক উল্লসিত । মুন্নাভাইয়ের মাঠে নামার ফলশ্রুতিতে জিয়ন কাঠির ছোঁয়ায় যেন জেগে উঠল গ্যালারি সহ আবাহনীর সকল খেলোয়াড়রা । মুন্না ভাইয়ের একের পর এক ডিফেন্স চেরা পাস এ তখন তটস্থ ইয়ং মাংসের রক্ষণভাগ । মাঠে নামার খুব সম্ভবত ৮-১০ মিনিটের মধ্যে মুন্নাভাইয়ের এসিস্টে প্রথম গোল করে আবাহনী । সম্ভবত গোলাম গাউস ভাই গোলটি করেছিলেন । উল্লাসে এত জোরে চিৎকার করে ছিলাম যে আমার মা বাসার নীচ তলা থাকে উপরে ছুটে এসেছিলেন । ছেলের পাগলামি দেখে তিনি আর কিছু বলেননি বরং খেলা শেষে পড়া শেষ করতে বলেছিলেন । লাইসেন্স পেয়ে রেডিওর ভলিউম বাড়িয়ে দিলাম সর্বোচ্চ ।

ধারাভাষ্যকার খোদা বক্স মৃধা ভাই বারবার বলছিলেন আর মিনিট পাঁচেকের মত খেলা বাকি আছে আবাহনী কি পারবে গোল শোধ করতে …?? চরম উত্তেজনা ভর করল আমার উপর । খেলা শেষের ২ মিনিট পূর্বে ইয়ংমেন্সের ডি-বক্সের বাইরে থেকে প্রাপ্ত ফ্রি-কিক হাওয়ায় ভাসিয়ে দেন মুন্না ভাই । খুব সম্ভবত আবাহনীর মামুন জোয়াদ্দার অথবা রঞ্জন অথবা রিজভী করিম রুমি ভাই ( এখন সঠিক মনে পড়ছে না ) হেড দিয়ে আবাহনীর পক্ষে গোল করে ২-২ গোলে সমতা আনেন । মুন্না ভাইয়ের জন্য ধারাভাষ্যকারদের স্তুতি বাক্য এবং আমার তুমুল উল্লাসের এর মধ্যে দিয়ে কখন যে খেলা শেষ হল টেরই পেলাম না । কাল বিলম্ব না করে মুন্না ভাইয়ের প্রতি শ্রদ্ধা মাখানো ভালোবাসা নিয়ে সেদিন পাড়ায় নেমে মোহামেডান এর পাড় সমর্থকদের খেপাতে লাগলাম । পরবর্তীতে চট্টগ্রাম লিগে মুন্না ভাই খেলতে আসলে উনার সাথে দেখা হওয়ার সুযোগ হয়েছিল । মুন্নাভাই সম্পর্কে জার্মান কোচ অটো ফিস্টার বলেছিলেন ……. ” He is born in Bangladesh was a mistake . ” অর্থাৎ মুন্নাভাই ভুল করে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন ।

মুন্না ভাই বিগত হয়েছেন ১৭ বছর পূর্বে । বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থাৎ বাফুফে কিংবদন্তি এই ফুটবল প্লেয়ারের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন কিংবা তার স্মৃতি রক্ষার্থে কোন উদ্যোগ গ্রহণ না করলে ও আজও আমাদের মত হাজারো ভক্ত সমর্থকদের হৃদয়ে তিনি চির জাগরুক হয়ে আছেন শ্রদ্ধা মেশানো ভালোবাসার সংমিশ্রণে ।

লেখক : তানভীর আহমেদ ( গণমাধ্যমকর্মী )

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD