1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
সুন্দরবনে কোরআন ছুঁয়ে হরিণ শিকারী চক্রের আত্নসমর্পণ
বাংলাদেশ । শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুন্দরবনে কোরআন ছুঁয়ে হরিণ শিকারী চক্রের আত্নসমর্পণ

জোবায়ের ফরাজী
  • প্রকাশিত: সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪০১ বার পড়েছে

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে হরিণ শিকারের ৯ জনের একটি চক্র আত্নসমর্পন করেছে। সোমবার সকাল ১০ টায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে মুসলিমদের পবিত্র ধর্ম গ্রন্থ আল কোরআন ছুঁয়ে শপথ করে আত্মসমর্পণ করেন তারা। আত্নসমর্পনকারী হরিন শিকারীরা হলেন,রেজাউল শেখ, পিতা -সেকেন্দার আলী শেখ,জাহাঙ্গীর মোল্যা, পিতা- ইসমাইল মোল্যা, বাচ্চু মৌছাল্লি, পিতা-হাবিবুর মৌছাল্লি, আতাউর খাঁন, পিতা- আব্দুল কাদের খাঁন,রুবেল শেখ, পিতা- ইসমাইল শেখ মোঃ সাজ্জাক ব্যাপারি, পিতা-আবজাল ব্যাপারি, এমদাদুল সরদার, পিতা-সালাম সরদার, মহিদুল শেখ, পিতা- সেকেন্দার আলী শেখ, ও ফরিদ জোমাদ্দার, পিতা -ইয়ার আলী জোমাদ্দার। সকলেই মোংলার সুন্দরবন ও চিলা ইউনিয়নের বাসিন্দা।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান, চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা সংগঠন সিএসসির বর্তমান আহবায়ক ও সাবেক চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম রাসেল, ইউপি সদস্য অলিয়ার রহমান সরদার, চিলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামসুর রহমান হাওলাদার প্রমুখ।পূর্ব সুন্দরবন বিভাগের এসিএফ এনামুল হক বলেন, “আত্মসমর্পণকারীরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে হরিণ শিকারের পাশাপাশি কীটনাশক দিয়ে মাছও শিকার করতো। তারা সোমবার চাঁদপাই রেঞ্জের কার্যালয়ে এসে ৩শ’ টাকার স্ট্যাম্পে লিখিত দিয়ে এবং পবিত্র কুরআন শরীফ ছুঁয়ে শপথ করে এসব অপকর্মে আর জড়িত হবেন না বলে তারা অঙ্গিকার করেন”।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD