সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি)।আটককৃত ব্যাক্তির নাম মোঃ আলী রাজ (২০)।সে তাহিরপুর উপজেলার লাউরগড় গ্রামের রেফাত আলীর ছেলে।সুনামগঞ্জ ২৮ বিজিবি সূত্রে জানা যায়,আজ ভোর সাড়ে তিন ঘটিকার সময় লাউরগড় বিওপির হাবিলদার শ্রী রামেন্দ্র কুমার রায় (বিওপির নম্বর ৫৭১৪৪ ) এর নেতৃত্বে একটি নিয়মিত টহল দল ৫নং বাদাঘাট ইউনিয়নের সায়েদাবাদ নামক স্থান হতে ১২ বোতল ভারতীয় মদ এবং ০১ বোতল বিয়ারসহ তাকে আটক করে।
আটককৃত মালামালের সিজার মূল্য ১৮,২৫০/- টাকা।সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল (পিএসসি) ভারতীয় মদসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে জানান,আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।