1. bpdemon@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
  2. ratulmizan085@gmail.com : Daily Kaljoyi : Daily Kaljoyi
সিরিজ বোমা হামলার প্রতিবাদে শেরপুর জেলা আ.লীগের বিক্ষোভ কর্মসূচি
বাংলাদেশ । সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিরিজ বোমা হামলার প্রতিবাদে শেরপুর জেলা আ.লীগের বিক্ষোভ কর্মসূচি

হামিদুর রহমান
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩১১ বার পড়েছে
সিরিজ বোমা হামলার প্রতিবাদে শেরপুর জেলা আ.লীগের বিক্ষোভ কর্মসূচি

বিগত ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক সিরিজ বোমা হামলার প্রতিবাদে ১৭ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের রঘুনাথ বাজার থেকে নিউমার্কেট মোড় পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

শেরপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগ সহ-প্রচার সম্পাদক মোঃ বেলাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, এডভোকেট চন্দন কুমার পাল পিপি।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে হুইপ আতিক বলেন, ২০০৫ সালের ১৭ আগস্টের এই দিনে জেএমবি সংগঠনের সদস্যরা শান্তি প্রিয় বাংলাদেশকে অস্থিশীল করতে তারা দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালিয়ে ছিল এবং সেই সাথে মানুষকে আতংকিত করেছিল। কিন্তু সেই দিন দেশের আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোর হস্তে প্রতিহত করেছিল। ভবিষ্যতে জঙ্গি সংগঠনের সদস্যরা যাতে মাথা চারা দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত দে ভানু, নাছিমুল হক নাজিম, সহ-সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শামীম হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক চন্দন কুমার সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, শহর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যক্ষ গোলাম হাসান সূজন, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলী জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবমহিলা লীগ, ছাত্রলীগ, তাঁতীলীগ, মৎস্যজীবী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Archive Calendar

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
প্রকাশক কর্তৃক জেম প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স, ৩৭৪/৩ ঝাউতলা থেকে প্রকাশিত এবং মুদ্রিত।
প্রযুক্তি সহায়তায় Hi-Tech IT BD