কুমিল্লা সিটি কর্পোরেশন এর উচ্ছেদ অভিযান 2022, উচ্ছেদ অভিযান শুরু হয়েছে 2 ফ্রেব্রুয়ারী থেকে। গত 9 ফেব্রুয়ারী সকাল হতে কান্দিরপাড় থেকে পুলিশ লাইনের দিকে ভ্রাহ্মমান আদালত এর মাধ্যমে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় মেজষ্ট্রেড এর মাধ্যমে। সাথে সাথে জমিমানা ও ভেঙ্গে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা, সাইনবোর্ড, দোকানের রেইন সেড সহ আরো অন্য স্থাপনা। ম্যাজিট্রেড এর সাথে পুলিশ বাহিনী সহ দুটি বোলড্রোজার, দুটি সিটি কর্পোরেশন এর বড় পিক আপ ভ্যান, কিছু কমিউনিটি পুলিশ দিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
সাথে সাথে মাইকিং করা হচ্ছে এই অভিযান অব্যাহত থাকবে বলে নগরবাসীকে সতর্ক করে দেন। মাইকিং করা হচ্ছে আরো, যারা ফুটপাতে দোকানদার হকার, ভ্যান দিয়ে দোকান বসানো যাবে না। দোকানের বাহিরে মালামাল বাহিরে শো করতে পারিবেনা। দোকান সামনে বা বিল্ডিং এর সামনে গাড়ি পার্কিং করা যাবে না।
আর নতুন বিল্ডং তৈরীর ক্ষেত্রে নীচে ব্যাজমেন্ট ফ্লোর রেখে বিল্ডিং স্থাপন করতে হবে। রাস্তার পাশে বৈদ্যতিক পিলার এর সাথে সাইনবোর্ড লাগানো যাবে না। সিটি টেক্স বিহীন ব্যানার ও সাইনবোর্ড স্থাপন করা যাবেনা বলে মাইকিং চলছে। আবার 10 ফেব্রুয়ারী ঠিক এই জায়গা থেকে উচ্ছেদ অভিযান চলবে বলে নগরবাসীকে হুশিয়ার করেন মাইকিং এর মাধ্যমে।